Loading
যে কারনে বিধবাদের বিয়ে করতে চান বেশির ভাগ সৌদি যুবক
Bangladesh News24
Mon, 15 Apr 2019 19:00

যে কারনে বিধবাদের বিয়ে করতে চান বেশির ভাগ সৌদি যুবক

Bangladesh News24
Mon, 15 Apr 2019 19:00

যে কারনে বিধবাদের বিয়ে করতে চান বেশির ভাগ সৌদি যুবক

সৌদি আরবের বিধবা নারীদের জন্য সুবর বলতে হবে। দেশটির ৬৭ দশমিক ২ শতাংশ যুবকই বিয়ে করতে চান বিধবাদের। সম্প্রতি প্রকাশিত এক জরিপের ফল থেকে এ তথ্য জানা গেছে।

আরব নিউজ-এর বরে বলা হয়, জেদ্দাভিত্তিক দাতব্য সংস্থা ‘সোসাইটি ফর ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি কাউন্সেলিং’ জরিপটি চালায়। প্রাপ্ত ফল থেকে জানা যায়, বেশি বয়স্কদের বিয়েতে আগ্রহী সৌদি যুবকরা।

জরিপ থেকে জানা যায়, সৌদি যুবকদের ৭৭ দশমিক ৩ শতাংশ বিচ্ছেদ হওয়া নারীদের বিয়ে করতে চায়। আরো চমকপ্রদ ব্যাপার হলো, জরিপে অংশ নেওয়া যুবকদের ৭৪ দশমিক ৬ শতাংশ বেশি বয়সী অবিবাহিত নারীদের বিয়ে করতে আগ্রহী।

জরিপের ফল প্রসঙ্গে দাতব্য সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল্লাহ বিন মোহাম্মদ মাতবৌলি বলেন, বর্তমানে বিচ্ছেদ হওয়া কিংবা বিধবা নারীদের সম্বন্ধে সমাজে কিছু ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। এ ধরনের ধারণা, ইসলাম ও মহানবী (সা.)-এর শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক।

মাতবৌলির মতে, শিক্ষা ও সচেতনতা বাড়ায় অনেক যুবকই বিধবা কিংবা বিচ্ছেদ হওয়া নারীদের বিয়েতে আগ্রহী হয়েছেন। এর পরও কারো কারো মধ্যে এনো নেতিবাচক মনোভাব রয়েছে।

প্রিয় পাঠক, আপনার মূল্যবান শেয়ার / মতামতের এর জন্য ধন্যবাদ।