Loading
অসহায় বৃদ্ধার দায়িত্ব নিলেন মাশরাফীর স্ত্রী
Bangladesh News24
Wed, 15 May 2019 22:00

অসহায় বৃদ্ধার দায়িত্ব নিলেন মাশরাফীর স্ত্রী

Bangladesh News24
Wed, 15 May 2019 22:00

অসহায় বৃদ্ধার দায়িত্ব নিলেন মাশরাফীর স্ত্রী

নড়াইলের লোহাগড়ার লাহুড়িয়া গ্রামে অসহায় এক মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি মাশরাফী বিন মোর্ত্তজার স্ত্রী সুমনা হক সুমি। বুধবার দুপুরে সুমি অসুস্থ ওই মায়ের কাছে ছুটে যান ও নগদ ৫০ হাজার টাকা দেন। এছাড়া চিকিৎসাসহ সার্বিকভাবে োঁজবর রাবেন বলে আশ্বাস দেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা মহিলালীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাবেয়া ইউসুফ, জেলা আওয়ামী লীগের সদস্য সৌমেন বসু, জেলা পরিষদের মহিলা সদস্য রওশন আরা কবির লিলি, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, নাছিমা হক পলি ও সঞ্জিবা হক রিপা।

লাহুড়িয়া ইউপির কৃষক ওসমান আলীর স্ত্রী রুবি বেগম প্রায় এক বছর ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় নিজ বাড়িতে শয্যাশায়ী অবস্থায় পড়ে রয়েছে। অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেননি।

প্রিয় পাঠক, আপনার মূল্যবান শেয়ার / মতামতের এর জন্য ধন্যবাদ।