বিশ্বকাপকে নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবে নিয়েছিল আফগানিস্তান। কাগজে-কলমে হলো তার বিপরীত। যদিও শেষ দিকের কয়েকটি ম্যাচে দারুণ লড়াই করে দলটি। তাতেও শূন্যহাতেই বাড়ি ফিরতে হয়।
এমন বাজে পরিস্থিতিতে সব দোষ কাঁধে নেন অধিনায়ক গুলবাদিন নাইব। এবার অবশ্য নিজের জায়গা থেকে কিছুটা সরে এসেছেন। সম্প্রতি আফগান সাংবাদিক ওয়াসিল ওয়েসালকে দেওয়া এক সাক্ষাৎকারে দলের হাঁড়ির বরই ফাঁস করে দিলেন গুলবাদিন। বিশ্বকাপে নাকি ইচ্ছা করেই সিনিয়র ক্রিকেটাররা বাজে পারফর্ম করেছে। এানেই শেষ নয়, ম্যাচ হারার পরও নাকি তারা দুঃ প্রকাশ না করে উল্টো ড্রেসিংরুমে হাসাহাসি করত। তা ছাড়া দলনেতার কোনো কথাই মন দিয়ে শুনত না সিনিয়ররা।
গুলবাদিনের কণ্ঠে, ‘আসলে আমাদের দলটা সিনিয়রদের পারফরম্যান্সের ওপর অনেকানি নির্ভরশীল। কিন্তু বিশ্বকাপে তারাই ছিল নিষ্প্রভ। সিনিয়ররা ইচ্ছা করেই ারাপ েলেছে। যার প্রভাব পড়েছে দলের ফলাফলের ওপর। তারা কনোই আমার কথা শোনেনি।’
গুলবাদিন বলেন, ‘আমি কিছু বললে গুরুত্ব দিত না। ম্যাচ হারার পরও তাদের চোেমুে হতাশার ছাপ পড়ত না। উল্টো ড্রেসিংরুমে হাসিঠাট্টা করত। ম্যাচের মধ্যে আমি যন তাদের কোনো নির্দেশনা দিতাম, তনও তারা মনোযোগ দিতে শুনত না।’
প্রিয় পাঠক, আপনার মূল্যবান শেয়ার / মতামতের এর জন্য ধন্যবাদ।