Loading
পাকিস্তানি নারীর অভিযোগ, প্রিয়াঙ্কা ভারতকে যুদ্ধে উস্কে দিচ্ছেন
Bangladesh News24
Wed, 14 Aug 2019 06:11

পাকিস্তানি নারীর অভিযোগ, প্রিয়াঙ্কা ভারতকে যুদ্ধে উস্কে দিচ্ছেন

Bangladesh News24
Wed, 14 Aug 2019 06:11

পাকিস্তানি নারীর অভিযোগ, প্রিয়াঙ্কা ভারতকে যুদ্ধে উস্কে দিচ্ছেন

বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার পিছু ছাড়েনি বিতর্ক । পরমাণু যুদ্ধে ভারতকে উসকে দেয়ায় ‘প্রিয়াঙ্কাকে ভণ্ড’ বলে আলোচনায় এলেন আয়েশা মালিক নামের এক পাকিস্তানি নারী। বিবিসি

সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অতিথি ছিলেন প্রিয়াঙ্কা। শনিবার সন্ধ্যায় সোনেই নিজ দেশের প্রতি প্রিয়াঙ্কার কর্তব্য নিয়ে প্রশ্ন তোলেন পাকিস্তানি নারী আয়েশা।

তিনি প্রিয়াঙ্কাকে ইউনিসেফের অ্যাম্বাসেডর উল্লে করে, নিজ দেশের জন্য তার অবদান কি জানতে চান। উত্তরে প্রিয়াঙ্কা শুধু বলেন, ‘জয়হিন্দ’। সেইসঙ্গে বলেন, যুদ্ধ এমন কিছু ব্যাপার নয়।কিন্তু আমি একজন াঁটি দেশপ্রেমিক’। এরপরই প্রিয়াঙ্কাকে ভণ্ড বলেন আয়েশা।

তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় প্রিয়াঙ্কা এভাবেই উৎসাহ দিচ্ছেন ভারতবাসীকে।সেইসঙ্গে বলেন,পাকিস্তানের অজস্র মানুষ প্রিয়াঙ্কার অভিনয়ের ভক্ত।তাদের কাছে মঞ্চ থেকে ভালো বার্তা যাবে প্রিয়াঙ্কার তরফে। প্রিয়াঙ্কা এর প্রত্যুত্তরে জানান,পাকিস্তানে অসং্য বন্ধু রয়েছে তার। তিনি পাকিস্তানের মানুষদের আঘাত দিয়ে কিছু বলতে চাননি।কেউ ভুল বুঝে থাকলে তিনি দুঃিত।

প্রিয় পাঠক, আপনার মূল্যবান শেয়ার / মতামতের এর জন্য ধন্যবাদ।