Loading
সৌদি আরব ও আমিরাতে আরো সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র
Bangladesh News24
Sat, 21 Sep 2019 19:43

সৌদি আরব ও আমিরাতে আরো সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

Bangladesh News24
Sat, 21 Sep 2019 19:43

সৌদি আরব ও আমিরাতে আরো সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

নিরাপত্তা জোরদার করতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) যুক্তরাষ্ট্র আরও সেনা ও সামরিক সরঞ্জাম পাঠাবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন।

সৌদি আরবের তেল শিল্পে হামলার ঘটনার মাঝে এ পদক্ষেপ নেওয়া হলো। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসবার বলেছেন, ‘এটা প্রথম পদক্ষেপ।’ সেই সঙ্গে তিনি আরো পদক্ষেপ নেওয়ার উদ্যোগ ারিজ করে দেননি। বার্তা সংস্থা এপি ও ইউএনবি ওই তথ্য জানিয়েছে।

সৌদি আরব ও ইউএই তাদের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতির জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করেছে বলে জানান এসপার। এসপার ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফোর্ড জানান, অতিরিক্ত সেনা মোতায়েনের ব্যাপারে আগামীতে বিস্তারিত জানানো হবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিচ্ছেন যে সৌদি আরবের তেল শিল্পে হামলার জবাবে তিনি এনই ইরানের বিরুদ্ধে কোনো সামরিক ব্যবস্থায় যেতে চাচ্ছেন না। কারণ তিনি বিশ্বাস করেন সংযম দোনো মানে ‘আরও বেশি শক্তি দোনো হয়’ এবং তিনি সর্বাত্মক যুদ্ধ এড়িয়ে চলতে চান।

প্রিয় পাঠক, আপনার মূল্যবান শেয়ার / মতামতের এর জন্য ধন্যবাদ।